কলা ও বাদুড়ের গল্প: মতি মিয়ার ডায়েরি

 প্রিয় গুলবাহার,

কেমন আছো প্রিয়! সময়টা ভীষন রকমে বিষন্ন! এমন কেন বলতে পারো? জীবনের একটা সেকেন্ডও আমি সুখী ছিলাম না, আজও নই ৷ সবাই ভাবছে, আমি খুব ভাল আছি ! ভেতরের বিষয় পুরোপুরি বৈবিরত্য ! আমি আজ পর্যন্ত নিজের কাছেই স্বাধীন হতে পারলাম না৷ আমি নিজের কাছে একজন পূর্ণ পরাধীন মানুষ ৷

আমার ভেতরের কান্না কেউ বুঝতে পারে না, কেউ না ৷ আমার চারপাশ, আসমান, জমিন সবই যেন আমার বিষয়ে চুপ ! সবাই দেখেও, না দেখার ভান করে আছে ৷ মানুষের প্রতি কোন অভিযোগ নেই ৷ মানুষের কাজই মানুষের ক্ষতি করা ৷ মানুষের জন্মই হয়েছে অন্যের ক্ষতি করার জন্য ৷ খুব কম মানুষই অন্যের উপকার করে ৷ মানুষের জন্য উপকার করাতে যেমন আত্মতুষ্টি আছে আবার ক্ষতি করাতেও এক ধরনের পাশবিক আনন্দ আছে হয়তো ৷ মানুষ মানুষের যতটা ক্ষতি করে, অন্য কোন প্রানী মানুষের এত ক্ষতি করে না ৷

আমার মনে হয় দয়াময় প্রভু, উনিও মুখ ফিরিয়ে নিয়েছেন ৷ কোথায় যাই, কি করি বুঝতে পারা দুষ্কর ৷

মানুষ যখন বিপদে পড়ে মালিককে ডাকে, উনিও তখন নীরব, ভীষন নীরব ! অসহায় মানুষের জন্য শান্তি আসলে কোথায়?

Please Share this On:

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous July 13, 2023 at 4:39 PM

    khub sondor likhechen

Add Comment
comment url