Govt Job Circular 2023 । সরকারী সাধারণ বীমা কর্পোরেশনে ১৭৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। Recent Govt Job Circular 2023 ।। www.sbc.teletalk.com apply

 সরকারী সাধারণ বীমা কর্পোরেশনে ১৭৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

Govt Job Circular 2023 Recent Govt Job Circular 2023 ।। www.sbc.teletalk.com apply

Some candidates have asked that recent govt job circular 2022 and govt job circular 2021. Some of the applicants have searched in google as new govt job circular 2022 and bd job news. It is mentionable that alljobs teletalk com bd and bd job circular 2021 are named as recent govt job circular and all govt job circular. Most of the students look for teletalk all jobs and www reb gov bd job circular 2022 where as govt job circular 2023, all govt job circular 2021, all jobs bd and bdjobs govt also searched. Recently many candidates want to know that government job circular 2021, bd job circular 2022 today, bd govt job circular and bd job circular 2023 if these are ciculated. Most of us urge to know www bd job circular 2022 and upcoming govt job circular 2022.

Recently Sadharon Bima Corporation has published a recent govt job circular.

The recent govt job circular has given in the following.

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের কিছু সংখ্যক শূন্য পদ পূরনের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী নাগরীকদের নিকট হতে নিন্মোক্ত পদে ও বেতন স্কেলে দরখাস্ত আহবান করা যাচ্ছে। উক্ত পদ গুলোর জন্য আবশ্যকীয় যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি প্রদত্ত হলোঃ



১. সহকারী ম্যানেজার

টাঃ ২২০০০-৫৩০৬০/-

গ্রেড-৯

পদ সংখ্যাঃ ৭৮ (আটাত্তর) টি

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা চার বছরের দ্বিতীয় শ্রেণীর স্নাতক(সম্মান)/সমমানের ডিগ্রী। কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ/ শ্রেণী বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। তবে অর্থনীতি , গণিত, পরিসংখ্যান, ব্যবস্থপনা, প্রশাসন ও বাণিজ্য( ফাইন্যান্স, মার্কেটিং,হিসাব বিজ্ঞান, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, ব্যবসা প্রশাসন) ডিগ্রীধারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।

২. সহকারী ম্যানেজার(প্রকৌঃ)/ সহকারী প্রকৌশলী

টাঃ ২২০০০-৫৩০৬০/-

গ্রেড-৯

পদ সংখ্যাঃ ০৪(চার) টি

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল/ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/ আটো মোবাইল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রী। কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ/ শ্রেণী বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না ।

৩. জুনিয়র অফিসার

টাঃ ১৬০০০-৩৮৬৪০/-

গ্রেড-১০

পদ সংখ্যাঃ ৬৭ (সাতষট্টি) টি

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী। কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ/ শ্রেণী বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।

৪. জুনিয়র অফিসার (প্রকৌঃ)

টাঃ ১৬০০০-৩৮৬৪০/-

গ্রেড-১০

পদ সংখ্যাঃ ৬ টি

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে সিভিল/ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/ আটো মোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বা সমমানের ডিগ্রী। কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ/ শ্রেণী বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না ।

৫. উচ্চমান সহকারী

টাঃ ১০২০০-২৪৬৮০/-

গ্রেড-১৪

পদ সংখ্যাঃ ২৩ (তেইশ) টি



শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রী। কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।

পরোক্ত ছকের ক্রমিক নং-৫ এ বর্ণিত উচ্চমান সহকারী(গ্রেড-১৪) পদে নিন্মোক্ত জেলার সাধারণ কোটার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।

ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাদপুর, খাগড়াছড়ি, নোয়াখালী, রাঙ্গামাটি, পাবনা, নওগা, নাটোর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, মৈলোভীবাজার, হবিগঞ্জ।

আবেদনকারীদের জন্য শর্তাবলীঃ

১. আগ্রহী প্রার্থীগনকে অবশ্যই নির্ধারিত ওয়েবসাইট http://sbc.teletalk.com.bd এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী ফরম পূরণের নির্দেশিকা (সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেওয়া আছে) মোতাবেক ফরম পূরণ করতে হবে।

২. আবেদনকারীর বয়সসীমাঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বয়সসীমা সংক্রান্ত নির্দেশনা মোতাবেক ২৫/০৩/২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী কোটায় আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ ৩২ বছর (বয়স সংক্রান্ত কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়)

৩.আবেদনের সময়সীমাঃ a. Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখঃ ০৫/০৭/২০২৩, সকাল ১০.০০ ঘটিকা।

b. Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শেষ তারিখঃ ২৫/০৭/২০২৩, সন্ধ্যাঃ ০৬.০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক) সহকারী ম্যানেজার, সহকারী ম্যানেজার (প্রকৌশল)/ সহকারী প্রকৌশলী পদের ক্ষেত্রে টাঃ ৬০০/-(ছয়শত মাত্র), খ) জুনিয়র অফিসার ও জুনিয়র অফিসার (প্রকৌশল) পদের ক্ষেত্রে টাঃ ৫০০/-(পাচশত মাত্র) এবং গ) উচ্চমান সহকারী পদের ক্ষেত্রে টাঃ ২০০/-(দুইশত মাত্র) জমা দিতে হবে।

৪. Online আবেদনপত্রে প্রার্থীকে তার স্বাক্ষর (৩০০*৮০ pixel, Size Max 80 KB) ও রঙ্গিন ছবি (৩০০*৩০০ pixel, Size Max 100 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে।

৫. Online আবেদনপত্রে পূরনকৃত সকল তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহ্রত হবে, সেহেতু আবেদন Submit করার পূর্বেই পূরনকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৬. প্রার্থী Online এ পূরনকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষন করবেন।

৭. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ Online এ আবেদনপত্র (Application Form) যথযথভাবে পূরন করে নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটার স্কিনে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভূল আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি ও স্বাক্ষরযুক্ত Applicant’s Copy পাবেন।

Please Share this On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url