মৃত্যু ভয়ংকর হলেও মায়াময়!

পৃথিবীর চারপাশে কত সৌন্দর্য! কত মায়া পড়ে আছে। শিশির ভেজা ভোরের ঘাসে মায়া পড়ে আছে। কোকিলের কন্ঠ কত পুরোনো! অথচ কত মায়া। এতো মায়া আমার চারপাশে। মাঝে মধ্যে নিজেকে বড় সৌভাগ্যবান মনে হয়। এই জগত সংসারে আপন-পর, চেনা অচেনা কত মানুষ! কত মায়ার আল্লাহর রহমতে। এতো মায়ার মাঝেও নিজেকে কখনো কখনো নির্জন মনে হয়।

Why is Eve teasing?

কখনো কখনো খুব সকাল দেখতে ইচ্ছে হয়। শীতের কুয়াশামাখা সকাল, ভোর কত আপনজন! কত প্রিয়!


একদিন দুনিয়ার মায়া সাঙ্গ করে চলে যাবো পাখির দেশে। ভালবাসার দেশে! যেখানে আমার পরম করুনাময় পরম আনন্দ দান করবেন ! সেখানে হাসবো, কাঁদবো, ভালবাসবো।

মিথ্যে ছলনা, অহমিকা, তথাকথিত ক্ষমতার প্রতিযোগিতা সেখানে থাকবে না। 

মৃত্যু ভয়ংকর হলেও হয়তো পরম আনন্দের !

Please Share this On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url